English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

বিএনপির জন্যই অশনি সংকেত!


বিডিটুডেস ডেস্ক:   বিএনপির জন্যই অপেক্ষা করছে অশনি সংকেত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন,  প্রধান বিচারপতির পদত্যাগপত্র অশনি নয়, বিএনপির জন্যই অপেক্ষা করছে অশনি সংকেত। যেভাবে তারা নেতিবাচক রাজনীতি করছে, আগামী নির্বাচনে অশনি সংকেত আছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাত মার্চের ভাষণ ইউনোস্কো থেকে স্বীকৃতি অর্জনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ প্রমুখ।

বিডিটুডেস/ এস এ /১৪ নভেম্বর, ২০১৭


  • 25
    Shares