English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

জানা জরুরী বাংলাদেশ বিষয়াবলি


চাকরী পরিক্ষায় সাধারণত খুব কমন কিছু বাংলাদেশের বিষয়াবলী এসে থাকে । সেই সব সব বিষয় গুলা সুন্দর ভাবে নিচে সাজিয়ে দেওয়া হল ।

১. ৭ মার্চ ১৯৭১ বঙ্গবন্ধুর ভাষণের মূল বিষয় ছিল — ৪ টি।
২. সরকারীভাবে স্বীকৃত দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা — ৪৫ টি।
৩. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট অবস্থিত — শেরে বাংলা নগর।
৪. ‘ওয়ানগালা’ উৎসব — গারোদের।
৫. অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে — ১৭ নং।
৬. স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় — ১৯৭৭ সালে।
৭. ‘এদেশের মাটি চাই মানুষ নয়’ উক্তিটি করেন — ইয়াহিয়া খান।
৮. মুক্তিযুদ্ধের একমাত্র ব্যতিক্রমী সেক্টর — ১০ নং।
৯. বাংলাদেশের উচ্চতর আদালতে প্রথম মহিলা বিচারক — নাজমুন আরা সুলতানা।
১০. বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট অবস্থিত — ময়মনসিংহ।
১১. কমলাপুর রেলস্টেশনের স্থপতি — বব লুই।
১২. বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক — নাঈমুর রহমান।
১৩. বাংলাদেশ সর্বপ্রথম NAM সম্মেলনে যোগদান করেছিল — আলজিয়ার্স ১৯৭৩।
১৪. VGF -এর পূর্ণরূপ — Vulnerable Group Feeding.
১৫. শিল্পী জয়নুল আবেদিন সংগ্রহশালাটি কোথায় — ময়মনসিংহ।
১৬. দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম — এম ভি বাঙালি।
১৭. Alliance যে দেশ ভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন — যুক্তরাষ্ট্র।
১৮. শালবন বিহার কোন রাজবংশের কীর্তি — দেব।
১৯. ‘ইমপিচমেন্ট’ দ্বারা কাকে অভিশংসন করা হয় — রাষ্ট্রপতি।
২০. শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছিলেন — জুলিও কুরি পদক।

 

বিডিটুডেস /আর এস /০৩আগষ্ট’১৭