English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

সামিরা মোস্তাকের পরকীয়া নিয়ে যা বললেন মোস্তাক


মৃত্যুর এতগুলো বছর পার হলেও রহস্যময় কারনে অজানাই থেকে গেছে বাংলাদেশের সেরা নায়ক সালমান শাহের মৃত্যুর রহস্য ।  তবে নতুন করে সব জল্পনা উসকে দেয় একটি ভিডিও বার্তা ।  সেই ভিডিওতে রুবি নামে এক নারী বলেন, সালমানকে খুন করা হয়েছে ।  তার একমাত্র জীবিত সাক্ষী আমি ।  খুন করেছে সামীরার পরিবার ও আমার (রুবি) স্বামী মিলে ।  এরপরই ভিডিওটি ভাইরাল হয়ে যায় ।

শুরু থেকেই সালমানের মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে তার স্ত্রী সামিরাকে।  শোনা যায়, সামিরা ও তার পরিবারই সালমানকে হত্যা করেছেন।  সালমানের মৃত্যুর পর তার বাল্যবন্ধু মোস্তাক ওয়াইজকে বিয়ে করেন সামিরা।  অবশ্য সে সময় সামিরা ও মোস্তাকের পরকীয়া প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিলো।  বর্তমানে মোস্তাক-সামিরার ঘরে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

এ প্রসঙ্গে মোস্তাক ওয়াইজ বলেন, ‘সামিরার সঙ্গে আমার পরকীয়ার প্রশ্নই আসে না।  কারণ সামিরা আমার বন্ধু সালমান শাহর স্ত্রী।  তাদের লাভ ম্যারেজ ছিলো।  সেখানে আমার সঙ্গে কেন পরকীয়া হবে? তাছাড়া সামিরা আমাকে বিয়ে করতে চায়নি।  আমাদের দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছে। ’

সামিরা বিয়ে না করতে চাওয়া প্রসঙ্গে মোস্তাক বলেন, ‘সামিরা আমাকে বলেছিলো, ওকে নিয়ে নানান কথা বলছে লোকজন।  এই পরিস্থিতি আমি মেনে নিতে পারব না।  তাছাড়া আমি সালমানের বন্ধু।  আসলে আমি আমার বন্ধুর প্রতি ভালোবাসা থেকেই সামিরাকে পরে বিয়ে করেছি।  ইমনের (সালমান শাহ) মৃত্যুর পর সামিরার জীবনটা অনেকে বিষিয়ে তুলেছিল।  সেই পরিস্থিতি থেকে তাকে বাঁচাতে দায়বদ্ধতার জায়গা থেকেই ওকে বিয়ে করেছি। ’