English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

ছবি তুলতে শাড়ি পরলেন বলিউড অভিনেতা!


অভিনেতা রাজকুমার রাওয়ের পরেছে শাড়ি। ‘বারেলি কি বারফি’র টুইটার হ্যান্ডেলে ওই পোস্টার শেয়ার করা হয়েছে। পোস্টারে শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে রাজকুমার। আর তাকে ওই অবতারে দেখে বিস্ময় প্রকাশ করছে ছবির সহশিল্পী কৃতি শ্যানন ও আয়ুষ্মান খুরানা।

নীতেশ তিওয়ারির পরিচালিত ছবিটি মুক্তি পাবে ১৮ আগস্ট। সম্প্রতি ছবিতে নিজের চরিত্র নিয়ে রাজকুমার বলেন, ‘নীতেশ স্যারের কাছ থেকে স্ক্রিপ্ট এবং অশ্বিনীর কাছ থেকে ছবির গল্প শোনার পর আমি ভীষণ আগ্রহী হয়ে যাই। আমাকে যে চরিত্রে অভিনয় করতে বলা হয়েছে সেটি একটু বিশেষ ধরনের বলে মনে হয়েছে। আগে এ ধরনের চরিত্রে অভিনয় করার কথা ভাবিনি।’

আর এস – বিডিটুডেজ – ০৯/০৮/২০১৭ইং