English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

বৃষ্টি ভেজা কদমফুল


 

 

সাবির আদনানঃ
আষাঢ়ে মূষল ধারায় বর্ষন চলছে। মাঝ দুপুরে পাঁচ-ছয় জন বন্ধু মিলে
ফুটবল নিয়ে বেরিয়েছি। মুল উদ্দেশ্য বৃষ্টিতে ভেজা। বৃষ্টিতে ভিজতে
ভিজতে আমরা বড় মাঠের দিকে এগোতে লাগলাম। রাস্তা থেকে কিছুটা
নিচুতে মাঠ। মাঠে পৌছাতেই সবাই মাঠের দিকে ছুটলো। কিন্তু আমার
চোখ ও পা দুটোই থেমে গেছে তোমাকে দেখে। তুমি মাঠের পাশের
একটি বাড়ির সামনে ছাতা মাথায় দাড়িয়ে আছো আর বৃষ্টির ঝাপটা থেকে
নিজেকে বাচাঁনোর চেষ্টা করছো। এত ভালো লাগগেছিলো যে বৃষ্টির প্রতিটা ফোটাকে কেন যেন নিজের খুব আপন
মনেহচ্ছিল।
খেলার কথা ভুলে অপলক দৃষ্টিতে তোমাকে দেখতে লাগলাম। হঠাৎ
আমার দিকে তাকিয়ে ইশারা করে তুমি কিছু বললে। আমি শুনতে না
পাওয়ায় তোমার দিকে এগিয়ে গেলাম।
তুমি রাস্তার অপর পাশে একটা কদমফুলের গাছ দেখিয়ে বললে,
আমাকে কয়েকটা কদমফুল দিবেন…
আমি সাথে সাথে অনেক কষ্ট করে বৃষ্টিতে ভেজা কদমগাছে উঠে গেলাম।
আমার মনের ভিতর হাজার কথার যুদ্ধ চলছে। সবচেয়ে সুন্দর পাচঁটা
কদমফুল ছিড়লাম। সবার শেষের ফুলটা ছেড়ার সময় নিচে তাকিয়ে
দেখি, কিছু বলার চেষ্টা করছে তোমার চোখ দুটো। কিন্তু কেউ একজন
তেমাকে নিয়ে রিকশার হুড তুলে দিল।
গাছ থেকে নেমে তোমার চলে যাওয়া পথের দিকে নির্বাক আমি চেয়ে
রাইলাম হাতে কদমফুলের গুচ্ছ নিয়ে।
সেদিন বৃষ্টির অত ঠান্ডা পানির সাথেও চোখের গরম জলের আমার গাল
বেয়ে বয়ে যাওয়া আমি বুঝতে পেরেছিলাম অনেক্ষন।
তারপর ওরকম আরও পাচঁটি আষাঢ়ের গল্প জীবনের ডায়েরিতে গত হয়ে
গেছে কিন্তু তোমাকে পাইনি কোনোটাতেই। আজ আবারো আষার
এসেছে। তাইতো আবারো তোমাকে দেখতে ইচ্ছা করছে। তোমার
কদমফুল গুলো তোমাকে দিয়ে দিবো আর আমার কথা গুলো বারবার
তোমাকে শুনাবো। সেদিন ওভাবে চলে যাওয়ার কারন জানতে চাইব।
তুমি কি বলতে পারো জীবনের আর কতটি আষাঢ় তোমাকে ছাড়া
তোমার প্রতীক্ষায় শুধু কদমফুলের সাথে কাটাতে হবে?

এম এস/ বিডিটুডেজ ,১৬/৮/২০১৭


  • 25
    Shares