English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন


জেনিফার ল’রেন্সকে হটিয়ে অস্কারজয়ী  সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর স্থান দখল করে নিলেন এমা স্টোন। বুধবার ফোর্বেস পত্রিকা ২০১৭ সালে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকাটি প্রকাশ করে।
তিনি জুন মাস পর্যন্ত ২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার আয় করেন।৪৮ বছর বয়সী ‘ফ্রেন্ডস’ তারকা জেনিফার অ্যানিস্টোনও পারিশ্রমিকের দিক দিয়ে ল’রেন্সকেউপরে অবস্থান করছেন। তিনি ২ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার আয় করেছেন। বিশ্বের বিভিন্ন দেশে কাজের চুক্তি করায় তার আয় বেড়ে গেছে।
২৭ বছর বয়সী লরেন্সের আয় ২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার হওয়ায় এই তালিকায় তার অবস্থান তৃতীয়তে দাঁড়িয়েছে।
জনপ্রিয় এই তারকা ২০১২ সালের কমেডি-ড্রামা ‘সিলভার লিনিংস প্লেবুক’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেত্রীর পুরষ্কার পান।

২০১৬ সালেও জেনিফার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় শীর্ষে ছিলেন। পর পর দুইবছর তিনি এ স্থান দখলে রাখেন। এ সময়ে তার আয় ছিল ৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।

এম এস/ বিডিটুডেজ ,১৮/৮/২০১৭

 


  • 1.5K
    Shares