English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

নোবিপ্রবি ও অগ্রণী ব্যাংকের ৫০ কোটি টাকার চুক্তি সাক্ষর


নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জমি ক্রয়/বাড়ি নির্মাণ/ ফ্ল্যাট ক্রয় এর সুবিধার্তে অগ্রণী ব্যাংক নোবিপ্রবি শাখা ও বিশ্ববিদ্যালয়ের মাঝে ৫০ কোটি টাকার কর্পোরেট হোলসেল ঋণচুক্তি সম্পাদন করা হয়।

গতকাল রোববার (২৭ আগস্ট ২০১৭) উপাচার্যের হলরুমে এ উপলক্ষে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে অগ্রণী ব্যাংক নোবিপ্রবি শাখা।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান, উপ-উপাচার্য প্রফেসর ড. মো.আবুল হোসেন ও  রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক। আর ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন নোবিপ্রবি শাখা ব্যবস্থাপক মো.মনজুরুল করিম। এসময় অন্যান্যের মধ্যে নোবিপ্রবি এসিসিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল আলম, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, নোবিপ্রবি অর্থ ও হিসাব পরিচালক আব্দুল জলিল, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি তারেক মো. রাশেদ উদ্দিন, অগ্রণী ব্যাংক মাইজদি কোর্ট শাখার এজিএম  মো. আনোয়ার হোসেন এবং নোয়াখালী অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক রঞ্জিত বণিক প্রমুখ। এছাড়াও নোবিপ্রবি বিভিন্ন দপ্তরসমূহের পরিচালক ও বিভাগের চেয়ারম্যানবৃন্দ সহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডিটুডেস/জেডএইচ/২৮আগস্ট’১৭