English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

মা হলেন সেরেনা


 

 

মা হলেন সেরেনা উইলিয়ামস। শুক্রবার ফ্লোরিডায় কন্যা সন্তানের জন্ম দেন ৩৬ বছর বয়সী টেনিস কিংবদন্তি । বুধবার ওয়েস্ট পালম বিচের সেন্ট মেরিস মেডিক্যাল সেন্টারে ভর্তি হয়েছিলেন সেরেনা। সেরেনার মা হওয়ার কথা টুইট করে প্রথম জানান তাঁর কোচ এবং বয়ফ্রেন্ড প্যাট্রিক মৌরাতগ্ল। তিনি বলেন, ‘আমি খুব খুশি। তোমার অনুভূতিটাও বুঝতে পারছি।’

বোন সেরেনার মা হওয়ার কথা জানার পর বেশ উত্তেজিত  বড় বোন ভেনাসও। ভেনাস বলেন, ‘এই অনুভূতি শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। আমি খুবই উত্তেজিত।’

সেরেনাকে শুভেচ্ছা জানিয়েছেন টেনিস কোর্টের সতীর্থরাও। উইম্বলডন চ্যাম্পিয়ন গারবিনে মুগুরুজা মজার ছলে বলেন, ‘কন্যা সন্তান? দারুণ ব্যপার। তবে আশা করি সে টেনিস খেলবে না।’

চলতি বছরের জানুয়ারিতে শেষ বার কোর্টে দেখা গিয়েছিল সেরেনাকে। অস্ট্রেলিয়ান ওপেনে খেলেছিলেন এই টেনিস তারকা। শুধু কোর্টেই নামেননি, সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন জিতে ভেঙেছিলেন স্টেফি গ্রাফের রেকর্ড। তারপর থেকে আর কোর্টে দেখা যায়নি তাঁকে। গত এপ্রিলে নিজের অন্তঃস্বত্ত্বা হওয়ার কথা জানিয়ে বেবিবাম্পের একটি ছবি পোস্ট করেন সেরেনা।

 

এম এস-  বিডিটুডেস- ০২/৯/২০১৭


  • 1.5K
    Shares