English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

নগ্ন হয়ে আলোচনায় কিম কার্দাশিয়ান


 

 

আলোচিত মার্কিন রিয়েলিটি শো তারকা কিম কার্দাশিয়ান। কখনো নগ্ন হয়ে বা বিতর্কিত পোশাক পরে অনেকবারই খবরে এসেছেন তিনি। ফের আলোচনায় এ তারকা।

সম্প্রতি প্রসিদ্ধ ফটোগ্রাফার মের্ট অ্যালাস এবং মার্কাস পিগোটের ফটোশুটে অংশ নেন কিম। ফটোশুটের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। এরপরই ছবিটি নিয়ে নেট দুনিয়ায় রীতিমতো ঝড় ওঠে।

ইনস্টাগ্রামে পোস্ট করা সাদা-কালো এই ছবিতে দেখা যায়, কিম কার্দাশিয়ান গাছে উঠছেন। তার পায়ে রয়েছে কমব্যাট জুতো। তবে শরীরে কোনো পোশাক নেই! ছবিটির ক্যাপশনে কিম লিখেছেন, ‘মের্ট ও মার্কাসের নতুন বইয়ের জন্য ফটোশুট করে গর্বিতবোধ করছি। এটি তৈরি করতে ২০ বছর লেগেছে, সেপ্টেম্বরের ৭ তারিখে এটি প্রকাশিত হচ্ছে।’

ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জননী কিম। তার মেয়ে নর্থ ও ছেলে সেইন্ট। শোনা যাচ্ছে, আগামী জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে কিম ও কেনি ওয়েস্ট দম্পতির ঘরে আসছে একটি কন্যা সন্তান।

 

 

 

এম এস-  বিডিটুডেস- ০৭/৯/২০১৭


  • 23
    Shares