English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

বিয়ের আগে প্রেগন্যান্ট রিয়া !


 

 

বিডিটুডেস বিনোদন:

কালজয়ী অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনী তিনি ।মুনমুন সেনের দুই কন্যার মধ্যে রাইমা বড়, রিয়া সেন ছোট।  সবার ধারণা ছিল, রাইমা আগে বিয়ের পিঁড়িতে বসবেন। তবে সব জল্পনার অবসান ঘটালেন রিয়া নিজেই।
চলতি মাসের শেষে দীর্ঘদিনের প্রেমিক শিবম তিওয়ারিকে বিয়ে করছেন রিয়া।  কিন্তু চলতি মাসের শেষ পর্যন্ত সে প্রহর গড়ায়নি বরং ১৬ আগস্ট পুনেতে অনেকটা গোপনে শিবম তিওয়ারির সঙ্গে গাটছড়া বাঁধেন রিয়া।

এ সম্প্রতি গুঞ্জন রটে  বিয়ের আগে কি সন্তানসম্ভবা হয়ে পড়েছিলেন তিনি? গত ১৬ই অগস্ট বিয়ে করেছেন অভিনেত্রী রিয়া সেন।  সে খবর সামনে আসার পরই এই গুঞ্জন শুরু হয়েছিল ইন্ডাস্ট্রিতে।  এবার সেই জল্পনা নিয়ে মুখ খুললেন রিয়া স্বয়ং।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, এই ধরনের গুজব আশা করেছিলাম।  তবে এটা কেবলই গুজব।  বিয়ের আগে আমি প্রেগন্যান্ট হইনি।

গত মাসে পুনেতে বয়ফ্রেন্ড শিবম তিওয়ারির সঙ্গে গাঁটছাড়া বেঁধেছেন রিয়া।  রাইমা সেন রিয়ার বিয়ের ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।  গত ফেব্রুয়ারিতে এক বন্ধুর মাধ্যমে নাকি শিবমের সঙ্গে রিয়ার আলাপ হয়।  সেখান থেকে বন্ধুত্ব।  দিদি রাইমার সঙ্গেও শিবমের আলাপ করিয়ে দেন রিয়া।  তার কথায়, বিয়ের সিদ্ধান্তটা আমরা হঠাৎ করেই নিয়েছিলাম।  একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ শিবম বলেছিল, চল এখনই বিয়ে করব।

তবে এই মুহূর্তে হনিমুনে যাচ্ছেন না দম্পতি।  রিয়া জানিয়েছেন, শুটিং নিয়ে আপাতত তিনি ব্যস্ত।  ফলে হনিমুনের প্লান পরে হবে।  এই মুহূর্তে একতা কাপুরের ওয়েব সিরিজ ‘রাগিনী এমএমএস ২.২’ -এর শুটিং করছেন রিয়া।