English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

কোয়েলের সঙ্গে প্রেমে মগ্ন দেব


ফাইল ছবি

 

 

 

 

বিডিটুডেস বিনোদন

দেবের সাথে কোয়েলের প্রেম চলছে চুটিয়ে। কখনো সমুদ্রের পাড়ে আবার কখনো লং ড্রাইভ । বাস্তবে যারা এমনটি কল্পনা করছেন তাদের আশায় গুঁড়েবালি।  রিয়েল লাইফে  না হলেও রিল লাইফে ঠিক এমনটাই দেখা গিয়েছে মুক্তির অপেক্ষায় থাকা ‘ককপিট’ মুভির একটা গানে।

কয়েক  দিন আগেই আতিফ আসলামের সুরে মুক্তি পেয়েছে ‘ককপিট’-এর গান ‘মিঠে আলো’। আতিফের সঙ্গে ডুয়েট গেয়েছেন নিকিতা গাঁধী। বাঙালি সাহিত্য, বাঙালি ঘরানার পাশে ‘ককপিট’ একেবারে অন্য রকমের ছবি,বলেছেন পরিচালক কমলেশ্বর ।

ছবিতে দেবের সঙ্গে রয়েছেন কোয়েল মল্লিক আর রুক্মিণী মৈত্র। প্রযোজক দেব নিজেই।

সদ্য মুক্তি পেয়েছে অরিন্দম চট্টোপাধ্যায়ের সুরে অরিজিত্ সিংহের গাওয়া এই ছবির গান ‘ভালবাসা যাক’। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তা পছন্দ করছেন দর্শক। দেবের কথায়, ‘‘অরিজিত্ অসাধারণ গেয়েছে। ও তো আমার ফেভারিট। প্রসেনের লেখা, অরিন্দমের সুর— আসলে সকলেই আমার খুব পছন্দের। ।

এই ছবি দিয়েই প্রথম বাংলা ছবিতে ডেবিউ হবে  আরশিয়া মুখোপাধ্যায়ের। এ ছাড়াও অনিন্দ্য চট্টোপাধ্যায়, সায়নী ঘোষ প্রমুখের অভিনয় সমৃদ্ধ করবে ছবিটিকে।

 

 


  • 1.5K
    Shares