English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

শাবনূরের রান্নায় মুগ্ধ পরিচালকেরা


সংগৃহীত ছবি

 

 

বিডিটুডেস বিনোদন

যিনি রাধেন, তিনি চুল ও বাধেন।নায়িকা শাবনূরের ব্যাপারে এই কথা খুব বেশি ভুল হবে না। শাবনূরের  হাতের রান্না খেয়ে পরিচালকরা মুগ্ধ হয়ে এই তকমাটি দেন এক সময়ের জনপ্রিয় এই নায়িকাকে ।

গতকাল শুক্রবার রাতে দেশের সিনেমার জনপ্রিয় এই নায়িকা তাঁর ইস্কাটনের বাসায় পরিচালকদের  নিজ হাতে রান্না করে খাওয়ান । রাতের খাবার খাওয়ার পাশাপাশি ছিল আড্ডা। গল্প আর আড্ডায় অন্য রকম পরিবেশ তৈরি হয়। শাবনূরের আমন্ত্রণে তাঁর বাসায় আসেন ৩৫ জন পরিচালক।

এ আয়োজন প্রসঙ্গে শাবনূর বলেন, ‘কয়েক বছর ধরে তিনি ঢাকা আর সিডনি যাওয়া-আসার মধ্যে থাকার কারনে সবার  সঙ্গে দেখা করা সম্ভব হয় না। তাই কিছুদিন আগে ভাবলাম, চলচ্চিত্রে আমার যে পরিচালকেরা আছেন, তাঁদের সবাইকে বাসায় দাওয়াত দিই।

পরিচালকেরাও তাঁদের নায়িকার কাছ থেকে এমন দাওয়াত পেয়ে ভীষণ খুশি।

পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘একেবারে অন্য রকম একটি সন্ধ্যা কাটালাম। শাবনূরের সঙ্গে খুব বেশি সিনেমায় কাজ করিনি। কিন্তু গতকাল সন্ধ্যায় শাবনূরের সব সিনেমার পরিচালককে একসঙ্গে তাঁর বাসায় এভাবে দেখতে পেয়ে ভালো লেগেছে। পরিচালকেরা সবাই খুব খুশি হয়েছেন।’

শাবনূরের বাসায় রাতের খাবার খাওয়া আর আড্ডায় উপস্থিত ছিলেন আজিজুর রহমান, মতিন রহমান, বাদল খন্দকার, ছটকু আহমেদ, জাকির হোসেন রাজু, আব্দুল মান্নান, শাহ মোহাম্মদ সংগ্রাম, আলী আজাদ, সারোয়ার হোসেন, চন্দন চৌধুরী, বজলুর রাশেদ চৌধুরী, ওয়াকিল আহমেদ, মোস্তাফিজুর রহমান বাবু, মুশফিকুর রহমান গুলজার প্রমুখ।

 

 


  • 23
    Shares