English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

এবার ফুটবল দল কিনলেন সানি লিওন


বিডিটুডেস বিনোদন : এবার ভারতে প্রিমিয়ার ফুটবল সেশন টু’তে দল কিনছেন সানি লিওন। কোচির দল ‘কেরালা কোবরা’র সহযোগী মালিক হলেন সানি।খবর- জিনিউজের।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকেই শুরু হতে চলেছে এ টুর্নামেন্ট।

মুম্বাইয়ে উদ্বোধনের পর বেঙ্গালুরুর কোরমঙ্গল ইন্দোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রিমিয়ার ফুটবল সেশন টু’র বাকি ম্যাচ।

প্রেস বিবৃতি দিয়ে প্রিমিয়ার ফুটবল আয়োজকরা জানিয়েছেন, ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইতে। সেপ্টেম্বর ২৬ থেকে অক্টোবর ১, এ সময়েই ফাইনালের আয়োজন করা হবে জানিয়েছেন আয়োজকরা।

ভারতের জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, প্রিমিয়ার ফুটবল সেশন টু’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লুই ফিগো, রায়ান গিগস, পল স্কোলস, ক্রেসপো এবং রোনালদিনহোর মতো ফুটবল দুনিয়ার কিংবদন্তিরা।

বিডিটুডেস/১০সেপ্টেম্বর’১৭