English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

পঞ্চাশে এসেও তরুণ যুবা অক্ষয় কুমার


 

 

বিডিটুডেস বিনোদন :

৯ সেপ্টেম্বর, ৫০-এ পা রাখলেন বলিউডের খিলাড়ি খ্যাত অক্ষয় কুমার। আর নিজের জন্মদিনে নিজেই ভক্তদেরকে দিলেন বিশেষ উপহার। জন্মদিনে আপকামিং সিনেমা ‘‍গোল্ড’-এর পোস্ট‍ার উপহার দিয়েছেন অক্ষয়। আজই মুক্তি পেয়েছে পোস্টারটি। নিজের টুইটার হ্যান্ডেলে পোস্টার শেয়ার করেছেন তিনি।

পোস্টার শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘প্রত্যেকটি মেঘে একটা রূপোলি আস্তরণ থাকে, তবে আমার মেঘে সেই আস্তরণটি আপনাদের ভালোবাসায় সোনালি হয়ে উঠেছে। আমার বয়স এখন সেই সোনা ছুঁয়েছে, রইল আমার হৃদয়ের খুব কাছের সিনেমার পোস্টার।’‍

গোল্ড-এর পোস্টার মুক্তির আগে, অক্ষয় বেশ মজাদার ভাবে তার জন্মের পর থেকে সেকেন্ড, মিনিট, ঘণ্টা, মাস, বছর, দিন এসব হিসেব করে শেয়ার করেছেন টুইটারে।

‘‍গোল্ড’-এ হকি খেলোয়াড় বলবীর সিং দোসাঞ্জ- এর চরিত্রে দেখা ‌যাবে তাকে। দেশ স্বাধীন হওয়ার পর বলবীর সিং-ই লন্ডনে অনুষ্ঠিত অলিম্পিকে দেশের প্রথম সোনাজয়ী হকি খেলোয়াড়। ‌

 

 

বিডিটুডেস -১০/৯/২০১৭