English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’


 

 

বলিউডের আলোচিত সিনেমা ‘কেয়ামত সে কেয়ামত তক’। এই সিনেমায় অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য লিখতেও সাহায্যে করেছিলেন আমির খান। এরপর তাকে পাওয়া গেছে সিনেমা নির্মাণের নানা পর্যায়ে। এবার পরিবেশকও হতে যাচ্ছেন আমির।

পরিবেশকের দায়িত্ব নেয়ার পরিকল্পনা করছেন আমির খান। মিস্টার পারফেকশনিস্ট নামে পরিচিত এ অভিনেতা সিনেমা নির্মাণ ও বিতরণের প্রত্যেকটি অংশ নিয়ে আগ্রহী। তাই নতুন এ সিদ্ধান্ত।

দিওয়ালিতে মুক্তি পাবে আমির প্রযোজিত ‘সিক্রেট সুপারস্টার’। এ সিনেমার মাধ্যমেই তার প্রোফাইলে যুক্ত হবে পরিবেশক পরিচয়। সিনেমাটিতে ক্যামিও চরিত্রে অভিনয়ও করেছেন তিনি।এখন প্রশ্ন উঠেছে অভিনেতা, প্রযোজক, পরিচালক, গায়ক, টেলিভিশন সঞ্চালক ও পরিবেশকের পর আর কী হতে চান আমির?

এ নায়কের সর্বশেষ সিনেমা ‘দঙ্গল’ শীর্ষ আয়ের ভারতীয় সিনেমার তালিকায় এক নম্বরে রয়েছে। বর্তমানে শুটিং ফ্লোরে আছে নতুন সিনেমা ‘ঠগস অব হিন্দুস্তান’। শোনা যাচ্ছে, এরপর একটি বায়োপিকে দেখা যাবে আমির খানকে।

 

এম এস -বিডিটুডেস-১২/৯/২০১৭


  • 1.5K
    Shares