English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

মৎস্য উৎপাদনে প্রথম স্থানে থাকবে বাংলাদেশ:মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী


ফাইল ছবি

 

 

আগামী ২০২২ সাল নাগাদ বিশ্বের যে চারটি দেশ মাছ চাষে ব্যাপক সাফল্য অর্জন করবে এর মধ্যে প্রথম স্থানে অবস্থান করবে বাংলাদেশ।

সোমবার সংসদে সরকারি দলের সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের এক প্রশ্নের জবাবে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) পূর্বাভাসের কথা উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মৎস্যজাত উৎস থেকে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, দারিদ্র্য বিমোচন ও রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করছে।

‘ভিশন-২০২১, বাংলাদেশ সমৃদ্ধ আগামী’ প্রতিষ্ঠার নিমিত্তে দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য মৎস্যসম্পদ উন্নয়ন প্রেক্ষিত পরিকল্পনা (২০০৯-২০২১) প্রণয়ন করা হয়েছে বলে জানান মন্ত্রী।

মন্ত্রী  বলেন, মৎস্য সম্পদের উন্নয়নে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন এবং ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে কর্মপরিকল্পনা প্রণয়নের কাজও চলমান।

তিনি বলেন, কর্মপরিকল্পনার অংশ হিসেবে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়, বদ্ধ জলাশয় এবং সম্প্রসারিত সামুদ্রিক জলাশয়ের উৎপাদন ও ব্যবস্থাপনার জন্য সুনির্দিষ্ট উদ্দেশ্য ও কার্যক্রম নির্ধারণ করে তা বাস্তবায়নের জন্য মৎস্য অধিদপ্তর কাজ করে যাচ্ছে।

 

এম এস-  বিডিটুডেস


  • 25
    Shares