English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

চ্যাম্পিয়নস লীগের রোমাঞ্চ শুরু


ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়নস লীগের জমজামট লড়াই শুরু হচ্ছে আজ থেকে।   আর উদ্ভোদনী দিনে মাঠেই গড়াচ্ছে বেশ কয়েকটি জমজমাট ম্যাচ।  তার মধ্যে গত আসরে সেমিতে মুখোমুখি হওয়া বার্সালোনার মাঠে আতিথ্য গ্রহন করবে জুভেন্টাস।  গত আসরে সেমি ফাইনাল থেকে এই জুভেন্টাসের কাছেই হেরে বিদায় নিতে হয়েছিল বার্সাকে।

আরের ম্যাচে স্পানিশ জায়ান্ট অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে ইতালিয়ান দল এএস রোমা।  মাঠে নামবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।  তাদের প্রতিপক্ষ আন্ডারলেখট।
টাকার বাজারে মখ্ত প্রতিপক্ষ পিএসজি মাঠে নামবে সেল্টিকের বিপক্ষে।  ট্রান্সফার বাজারে হৈচৈ ফেলে দেওয়া পিএসজি এই মৌসুমে রেকর্ড দাম ২২২ মিলিয়নে কিনেছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে।  এরপর মোনাকো থেকে ১৮০ মিলিয়নে কিনেছে এমবাপ্পেকে।  লক্ষ্য তাদের চ্যাম্পিয়নস লীগ।  এবার সেই প্রতিক্ষায় কতটুকু কার্যকরী হয় সেটাই দেখার বিষয়।

এদিকে আজকে মাঠে নামবে দুই ইংলিশ জায়ান্ট বর্তমান প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন চেলসি এবং ম্যানইউ।  চেলসির প্রতিপক্ষ কারাবাগ।  ম্যানইউর প্রতিপক্ষ এফসি বাসেল।

সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২:৪৫ মিনিটে।