English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

বান্দরবানের মুক্তিযোদ্ধার মংঞোহ্লা অং আর নেই


বান্দরবান প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলা বীর মুক্তিযোদ্ধার মংঞোহ্লাঅং মারমা আর নেই। মঙ্গলবার সকালে নিজ বাড়ীতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

পরিবার সূত্রে জানা যায় , মঙ্গলবার সকাল ৩ টার দিকে সে ঘুমন্ত অবস্থায় মারা যান।

সে বান্দরবান পার্বত্য জেলা প্রয়াত ১৫ তম বোমাংগ্রী অংশৈ প্রু চেীধুরী জামাতা। মুক্তিযোদ্ধারা জানায় সে ১৯৭৫ সংগ্রাম সময় খাগড়াছড়ি জেলা রামগড় জেলার মুক্তিযোদ্ধার হিসাবে মুক্তি সংগ্রামের অংশ গ্রহণ করেছিলেন। বিভিন্ন সময় বান্দরবান পার্বত্য জেলা মুক্তি যোদ্ধাদের অফিসের কমান্ডার দারিত্ব পালন করে আসছিলেন তিনি। সে অত্যন্ত সৎ ও মেধাবী ছিলেন।

বান্দরবান মুক্তিযোদ্ধার কমান্ডার সূত্রের জানা গেছে , সে আওয়ামী লীগ সরকার গঠন পর বর্তমান দেশ নেত্রী প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সরকারের মুক্তিযুদ্ধের স্বীকৃতি সরুপ বীর মুক্তিযোদ্ধার হিসাবে পদক পান তিনি।

এদিকে তার মৃত্যুতে বান্দরবান মুক্তিযোদ্ধারা শোক জানিয়েছেন।

 

বিডিটুডেস/জেডএইচ/১২সেপ্টেম্বর’১৭