English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

লালম‌নিরহা‌টে এস‌কেএসের সা‌থে সরকারী কর্মকর্তা ও দলীয় সদস্যর মত‌বি‌নিময় সভা


অাসাদুল ইসলাম সবুজ, লালম‌নিরহাট :মঙ্গলবার (১২ সে‌প্টেম্বর) লালম‌নিরহাট সদর উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে এ্যাকশন এইচের সহ‌যোগীতায় এস‌কেএ‌সের অা‌য়োজ‌নে উপ‌জেলা পর্যা‌য়ের সেবাদানকারী প্র‌তিষ্টান ও দলীয় সদস্য‌দের নি‌য়ে নারী অমুল্যা‌য়িত সেবামুলক কাজ বিষ‌য় এক মত‌বি‌নিময় সভা অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে।

উক্ত মত‌বি‌নিময় সভা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার অা‌জিজুল রহমা‌নের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে বক্তব্য রা‌খেন উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান এ‌কেএম ম‌মিনুল হক। বি‌ষেশ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান এডঃ অান্জুমারা শাপলা ও এড. ম‌হিউ‌দ্দিন অাহ‌ম্মেদ লিমন।

এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা প্রা‌ণি সম্পদ কর্মকর্তা মকবুল হো‌সেন, উপ‌জেলা সমবায় কর্মকর্তা সামছুল হক, মোগলহাট ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান হা‌বিবুর রহমান হা‌বিব ও খু‌নিয়াগাছ ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান অা‌মির হো‌সেন অামু এবং এস‌কেএ‌সের জেলা সমন্বকারী সুলতানা পারভীনসহ সাংবা‌দিক, দলীয় সদস্যরা প্রমুখ।

বিডিটুডেস/জেডএইচ/১২সেপ্টেম্বর’১৭