English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

স্বেচ্ছায় গৃহবন্দি সালমান খান


 

বলিউডের ভাইজান সালমান গৃহবন্দি হতে যাচ্ছেন। তবে সেটা নিজের ইচ্ছায় ।দারুণ ব্যস্ততায় কাটছে তার দিন। বড় পর্দায় অভিনয়ের পাশাপাশি ছোটপর্দার রিয়েলিটি শো ‘বিগ বস’র উপস্থাপনাও করে আসছিলেন তিনি। তবে এবার ক্লান্তি জেঁকে ধরেছে এই বলিউড তারকাকে।তাই তো রিয়েলিটি শো ‘বিগ বস’র সিজন ১১ এর আগে স্বেচ্ছায় গৃহবন্দিত্ব বরণ করবেন সালমান ।

সর্বশেষ ছবি ‘টিউবলাইট’র কাজ শেষ হতে না হতেই তিনি হাত দেন ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির কাজে। এ ছবিটির কাজও প্রায় শেষের পথে। এরই মাঝে কিছুদিন পরই শুরু হবে ‘বিগ বস ১১’। যে কারণে তিনি চাইছেন মাঝের এই সময়টা নিজের বাড়ি পানভিলে একান্তে কাটাবেন। তাই কিছুটা ক্লান্তি কমাতে স্বেচ্ছায় গৃহবন্দি হয়ে থাকতে চাইছেন তিনি।

 

 

এম এস – বিডিটুডেস