English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

বিজ্ঞাপনে একসাথে কোহলি-আনুশকা


 

আনুশকা শর্মা ও  বিরাট কোহলি ভিন্ন দুই জগতের মানুষ হলেও তবে প্রেম তাদের এক করে দিয়েছে। রোমান্টিক কাপল হিসেবে এই জুটি নিয়ে আলাদা কৌতূহল আছে মিডিয়া অঙ্গনে।

এর আগে কিছু বিজ্ঞাপনে দেখা গিয়েছিলো তাদের। সেগুলো ছিলো সুপারহিট। আবারও তারা জুটি হয়ে হাজির হচ্ছেন নতুন একটি পণ্যের বিজ্ঞাপনে। তার শুটিংয়ে অংশও নিয়েছেন তিনি।

বিজ্ঞাপনটির শুটিংয়ে অংশ নিয়ে বেশ সাড়া ফেলে দিয়েছে বিরাট-আনুশকা। শুটিং স্পটে আনুশকা-কোহলির কিছু ছবি ভাইরাল হয়েছে।

আর তার মধ্য একটি ছবি ছিলো যে ছবিটিতে দেখা যাচ্ছে আনুশকা ক্যামেরার দিকে তাকিয়ে থাকলেও বিরাট তাকিয়ে ছিলেন আনুশকার দিকে। ভারতীয় ঐতিহ্যবাহি পোশাক লেহেঙ্গা আর শেরওয়ানি পরিহিত অবস্থায় শুট করা হয় বিজ্ঞাপনটির।

ভক্তরা অধির আগ্রহে অপেক্ষা করছেন মূল বিজ্ঞাপনটির জন্য।

 

এম এস – বিডিটুডেস