English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

আগামী ১ অক্টোবর পবিত্র আশুরা


বাংলাদেশের আকাশে আজ ১৪৩৯ হিজরি সালের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। এতে আগামীকাল ২২ সেপ্টেম্বর শুক্রবার থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হভে। আগামী রোববার ১ অক্টোবর সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ কমপ্লেক্সে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় অনুষ্ঠিত হয়। সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই সভার সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান।

সরকারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হাফিজুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মিজান-উল-আলম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী সহ আরো অনেকে।

জে এল/বিডিটুডেস


  • 1.6K
    Shares