English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

বন্দিনীর সন্তানকে পুলিশের স্তন্যদান,তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে


বন্দিনীর সন্তানকে স্তন্যপান করিয়ে আলোড়ন ফেলে দিয়েছেন চিনের এক মহিলা পুলিশকর্মী হাও লিনা। তাঁর এক সহকর্মী ওই ছবি তোলেন। পরে সেটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সাড়া পড়ে যায় গোটা বিশ্বে।

ঘটনাটি ঘটেছে গত শনিবার চিনের শানজি প্রদেশে। শানজি জিনজং ইন্টারমিডিয়েট পিপলস কোর্টে বিচার চলছিল এক মহিলার। কাঠগড়ায় নিয়ে যাওয়ার সময়েই কেঁদে ওঠে তাঁর চার মাসের ছোট্ট শিশুটি। সেই সময় তাঁর ক্ষুধার্ত শিশুকে স্তন্যপান করানোর সিদ্ধান্ত নেন লিনা। অনুমতি দেন ওই মহিলাও। লিনার কথায়, ‘‘শিশুটির কান্না থামছিল না। আমিও সদ্য মা হয়েছি। বুঝতে পারছিলাম শিশুটিকে ছেড়ে যেতে তার কতটা উদ্বিগ্ন ছিল।’’ শিশুটিকে স্তন্যপান করানোর গোটা ঘটনাটাই ক্যামেরাবন্দি করেন লিনার এক সহকর্মী। তারপর সেটা আদালতের অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট করা হয়। সেখান থেকে গোটা ঘটনাটাই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

মহিলা পুলিশকর্মীর এই পদক্ষেপের সাধুবাদ জানিয়েছেন অনেকেই। প্রশংসায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়ার দেওয়াল। এত মানুষের অভিবাদন পেয়ে আপ্লুত লিনা বলেছেন, ‘‘আমি বিশ্বাস করি সব পুলিশ অফিসারেরই এই রকম ভূমিকা নেওয়া উচিত।

বিডিটুডেস/ এমএস / ১ অক্টোবর, ২০১৭


  • 1.6K
    Shares