English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

দেহরক্ষীদের চোখে কালো চশমা থাকে যে কারনে


দেহরক্ষীদের চোখে বেশিরভাগ সময় থাকে কালো চশমা৷ কেন এমনটা হয় সেটা কখনো লক্ষ্য করেছেন বা ভেবে দেখেছেন।

যদি এতদিন খেয়াল না করে থাকেন তাহলে লক্ষ্য করলে দেখতে পাবেন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে থাকা দেহরক্ষীরা সবসময় কালো চশমা পড়ে রয়েছেন।  বিশেষ করে যখন তারা নেতাদের সঙ্গে কোথাও যান।

কোনো অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।  এই দেহরক্ষীদের চশমাপড়ে শুধুমাত্র তাদের স্মার্ট দেখায় তাই নয় এর মধ্যে লুকিয়ে রয়েছে অনেক সুবিধা।
এই চশমা তাদের মুখের ভাব লুকিয়ে রাখার সাথে এগিয়ে আসা কোনও অজানা লোককেও খুঁজে পেতে সাহায্য করে।  চোখে ধুলো ঢুকে যাওয়ার থেকেও রক্ষা করে।  এক মিনিটের জন্য তারা তাদের মনোযোগ সরাতে পারবে না।

এই চশমা ফ্যাশন স্টেটমেন্ট হলেও এটা দেহরক্ষীদের শরীরের অবিচ্ছেদ্য অংশ।  বোমা বিস্ফোরণ বা গুলির ক্ষেত্রে, কোনও বাধা ছাড়াই তারা অপরাধীকে পরিষ্কার দৃষ্টিতে দেখতে পারে।

বিডিটুডেস/ এমএস / ১ অক্টোবর,২০১৭


  • 1.6K
    Shares