English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

ইসির সাথে জাতীয় পার্টির সংলাপ


প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সাথে সংলাপে বসেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির ২৫ সদস্যের প্রতিনিধি দল।

সোমবার বেলা ১১টার পর শুরু হওয়া এ সংলাপে সিইসি প্রথমে এরশাদসহ সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তারপর স্বাগত বক্তব্যে এরশাদ তার আমলের প্রশাসনিক উন্নয়নসহ সার্বিক কৃতিত্ব তুলে ধরেন। বৈঠকে একটি লিখিত প্রস্তাব সিইসি’র কাছে তুলে ধরে জাতীয় পার্টি।অন্তবর্তী সরকার, নির্বাচনে সেনা মোতায়েন এবং স্থানীয় সরকার, সংস্থাপন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্বাচন কমিশনের অধীনে আনাসহ আট দফা প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছে নির্বাচন কমিশন।

বিডিটুডেস/ এমএস / ৯ অক্টোবর,২০১৭