English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

বাহুবলে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত


বিডিটুডেস ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একাধিক ডাকাতি মামলার আসামী ডাকাত সর্দার মদন (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এস আইসহ দুই পুলিশ সদস্য। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার দ্বারাগাও চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুধবার রাতে বাহুবল মডেল থানা পুলিশ কয়েকটি ডাকাতি মামলার আসামি ডাকাত সর্দার মদন মিয়াকে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্যের সূত্র ধরে মদনকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে নামে পুলিশ।

ভোররাতে দ্বারাগাও চা বাগান এলাকায় পৌছলে আগে ওৎ পেতে থাকা ডাকাতরা পুলিশের উপর হামলা ও গুলি চালায়। তারা এসময় মদনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধে এ সময় মদনসহ দুই পুলিশ সদস্য আহত হন। পরে তাদের হবিগঞ্জ আধুনিক হাসপাতালে নেওয়া হলে মদনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বাহুবল মডেল থানার সার্কেল এএসপি রাসেলুর রহমান জানান, আহত এসআই সোহেল ও কনস্টেবল এমরান মিয়া প্রাথমিক চিকিৎসা নেন।

বিডিটুডেস/ এস আই/ ১২ অক্টোবর, ২০১৭


  • 1.6K
    Shares