English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭


বিডিটুডেস আন্তর্জাতিক: ভিয়েতনামের উত্তর ও মধ্যাঞ্চলে অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে প্রাকৃতিক এই দুর্যেোগে এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪০ জনের মতো।

প্রতিবেদনে আরো বলা হয়, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে একজন সংবাদ কর্মীও রয়েছেন। যিনি ওই বন্যা ও ভূমিধসের খবর সংগ্রহ করছিলেন। দেশটিতে প্রতিবছরই বন্যায় অনেক প্রাণহানির ঘটনা ঘটে থাকে।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলছে, গত সোমবার আকস্মিক বৃষ্টিতে বন্যা ও ভূমিধস হতে শুরু করে। এতে অন্তত ১৬ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়ে পড়ে।

বুধবার হতাহতের এই ঘটনা ঘটে। ওই দিনই ভিয়েতেনাম নিউজ এজেন্সির একজন কর্মী একটি ব্রিজ পার হওয়ার সময় তা ধসে নদীতে হারিয়ে যান। এরপর থেকেই তার আর খোঁজ নেই।

এএফপি জানিয়েছে, হতাহতদের সহায়তা ও উদ্ধার তৎপরতার জন্য পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য নিয়োগ করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

বিডিটুডেস/ এস আই/ ১২ অক্টোবর, ২০১৭


  • 1.6K
    Shares