English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

ম্যাডাম ফুলি-২ নিয়ে আবার সিমলার আগমন


বিডি টুডেস ডেস্ক: ম্যাডাম ফুলি সিনেমার কথা বাংলা সিনেমা ভক্তদের ভুলে যাবার কথা না। বাংলা সিনেমার সুদিনের সময়কার একিটি সিনেমা এটি। পরিচালক ছিলেন শহিদুল ইসলাম খোকন। ১৯৯৯ সালে তিনি অন্য আরো কিছু সিনেমার মতো সিনেমা প্রেমিদের সাড়া জাগাতে সক্ষম হয়েছিলেন। অভিষেকই জাতীয় চলচ্চিত্র পুরস্কারও ঘরে তোলা ঘটে মিষ্টি হাসির নায়িকা সিমলা সিনেমা এটি।

তরুণ প্রজন্মের পরিচিত নির্মাতা রাশিদ পলাশ আবারো ফিরিয়ে আনতে চান সিমলাকে তাও আবার তারই জনপ্রিয় সিনেমা ম্যাডাম ফুলির সিক্যুয়েল দ্বারা। যে ছবির সাফল্য আজও ছাড়িয়ে যেতে পারেননি সিমলা। তাই এই ছবিটির প্রতি রয়েছে আলাদা টান।

সিমলা জানান, ‘ম্যাডাম ফুলি’র সিক্যুয়েল হলেও নতুন ছবির গল্প ও উপস্থাপনায় ভিন্নতা থাকবে। এখানে সিমলাকে ভিন্ন লুকে হাজির করা হবে। তার চরিত্র ও উপস্থিতি দর্শককে মুগ্ধ করে যাবে। কয়েক দিনের মধ্যেই এ ছবির অন্যান্য শিল্পীদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা।

তিনি আরও বলেন, ‘শহীদুল ইসলাম খোকন স্যারের ছবির সিক্যুয়েল নির্মাণ করতে যাচ্ছি। মনের মধ্যে এক ধরনের ভয় কাজ করছে। তবে আমি আশাবাদী দর্শকদের একটি ভালো ছবি উপহার দিতে পারবো।’

বিডি টুডেস / এম, এইটচ/ ১২ অক্টোবর, ২০১৭


  • 1.6K
    Shares