English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

নোয়াখালীতে ব্যাংকের ১ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাৎ, আটক এক


নোয়াখালিতে প্রতারণার মাধ্যমে ব্যাংকের এক কোটি ৩৭ রাখ টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তি আটক হয়েছে। হাফেজ রহমত উল্লাহ (৫০) নামের এই ব্যক্তিকে নোয়াখালি জেরার শহর মাইজদী থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় আটক করেছ দুর্নীতি দমন কমিশন (দুদক)

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালীর উপ-পরিচালক তালেবুর রহমান জানান, হাফেজ রহমত উল্লাহ জেলার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও জমিদার হাটে প্রতারণার মাধ্যমে একটি জমি বার বার দেখিয়ে আইএফআইসি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও ব্র্যাক ব্যাংক থেকে কয়েক ধাপে এক কোটি ৩৭ লাখ টাকা ঋণ নেন।

“এরপর তিনি ব্যাংকের কোনো টাকা পরিশোধ না করে আত্মগোপনে চলে যান।” এ ব্যাপারে ব্র্যাক ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের অভিযোগের প্রেক্ষিতে দুদক তাকে আটক করেছে বলে তিনি জানান।

তালেবুর রহমান আরও জানান, এ ব্যপারে দুদকের সহকারী পরিচালক আল মামুন বাদী হয়ে মামলা দায়েরের পর তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

বিডিটুডেস/এম, এইচ/ ১২ অক্টোবর, ২০১৭


  • 1.6K
    Shares