English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

ভারত-অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের লড়াই আজ


 

আজ ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় ও শেষ টুয়েন্টি টুয়েন্টি ম্যাচটি  অঘোষিত ফাইনাল রুপে বিবেচিত হচ্ছে। এ ম্যাচের বিজয়ী দল জিতে নিবে সিরিজ।

তাই দু’দলেরই লক্ষ্য তৃতীয় ও শেষ টি-২০ জিতে সিরিজ নিজেদের করে নেয়া। হায়দারাবাদে আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জয় করে ভারত। এরপর জয় দিয়ে টি-২০ সিরিজও শুরু করেছিলো টিম ইন্ডিয়া। বৃষ্টি আইনে প্রথম ম্যাচটি ৯ উইকেটে জিতেছিলো বিরাট কোহলির দল।

এখন পর্যন্ত টি-২০ ম্যাচে ১৫বার মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। এর মধ্যে ১০টি ম্যাচ জিতেছে ভারত এবং ৫টি জিতেছে অস্ট্রেলিয়া। পাশাপাশি পাঁচটি টি-২০ সিরিজের মধ্যে ভারত তিনটিতে এবং অসিরা ১টি জয় পায়। একটি সিরিজ হয় ড্র।

ভারত দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, মনিষ পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্ডিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ, ভুবেনশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দা চাহাল, লোকেশ রাহুল, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল ও আশিষ নেহরা।

অস্ট্রেলিয়া দল : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জেসন বেহরেনড্রফ, ড্যান ক্রিস্টিয়ান, নাথান কলটার-নাইল, অ্যারন ফিঞ্চ, ট্রাভিস হেড, মইসেস হেনরিকস, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন ও এডাম জাম্পা, টিম পাইন (উইকেটরক্ষক), মার্কাস স্টোয়িনিস ও এন্ড্রু টাই।