English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

১১ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র


বিডিটুডেস ডেস্ক: অভিবাসন নীতি লঙ্ঘন করে বসবাস ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। গত বুধবার দেশটি ওই ১১ জনকে বাংলাদেশে পাঠানোর জন্য একটি বিমানে তুলে দেয়।

হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের বিশেষ বিমান স্থানীয় সময় বুধবার ভোররাতে শতাধিক অভিবাসী নিয়ে দক্ষিণ এশিয়ার উদ্দেশে উড়াল দেয়। সেই বিমানে বাংলাদেশি ১১ জনও রয়েছেন।

অভিবাসন আইন লঙ্ঘন এবং নানাবিধ অপরাধে জড়িতদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের কার্যক্রমের অংশ হিসেবেই শতাধিক লোকজনকে গ্রেফতার করে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ধরনের তথ্য জানানো হয়েছে।

তবে বাংলাদেশি ১১ জনের কেউ কোনো রকম অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন না বলে জানিয়েছেন তারা। অভিবাসনের মর্যাদা না পাওয়ার কারণেই তাদের ফেরত পাঠানো হয়েছে।

জানা গেছে, দোকানের কর্মচারী এবং ব্যবসা-বাণিজ্য করে কেউ আবার ট্যাক্সি চালিয়ে কোনো মতে দিন পার করছিলেন বাংলাদেশি এই নাগরিকরা।

তবে তারা বাংলাদেশে এসে পৌঁছেছেন কিনা সে ব্যাপারে এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি।

বিডিটুডেস/ এস আই/ ১৩ অক্টোবর, ২০১৭


  • 1.6K
    Shares