English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

বিএফডিসিতে নতুন এমডির যোগদান


 

বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন (বিএফডিসি) এর  নতুন ব্যবস্থাপনা পরিচালকএমডি) হিসেবে যোগ দিয়েছেন আমির হোসেন। বুধবার (১১ অক্টোবর) থেকে তিনি দায়িত্ব পালন করছেন।

বিদায়ী এমডি তপন কুমার ঘোষ মঙ্গলবার (১০ অক্টোবর) বিএফডিসি’তে শেষ কর্মদিবস পালন করেছেন। তিনি এখন জাতীয় সংসদে অতিরিক্ত সচিব হিসেবে যোগদান করেছেন বলে জানান।

তপন কুমার ঘোষ গত আড়াই বছরের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, ‌‘বলা যায়, ভালোমন্দ মিলিয়ে সময়টা কেটেছে। এরমধ্যে সুখকর অভিজ্ঞতাই অনেক বেশি। নানা কারণে এ সময়টাতে চলচ্চিত্রের এ প্রাণকেন্দ্রটি আলোচনায় ছিল। এ অভিজ্ঞতা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।’

নতুন ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন ১৯৮৬-বিসিএস প্রশাসন ক্যাডার। তিনি দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

 


  • 1.6K
    Shares