English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

শুভ জন্মদিন নুসরাত ফতেহ আলী খান


১৯৪৮ সালের আজকের এই দিনে  ১৩ অক্টোবর পাকিস্তানের ফয়সালাবাদের এক পাঞ্জাবী পরিবারে জন্ম হয় ফতেহ আলী খানের। ছোটবেলা থেকেই কাওয়ালি সংগীতের প্রতি ব্যাপক ঝোঁক ও আগ্রহ ছিল ফতেহ আলীর।

ইসলামের সুফিবাদের অবিচ্ছেদ্য অংশ আধ্যাত্বিক সঙ্গীত কাওয়ালির জন্য বিশ্বনন্দিত ফতেহ আলী খান। তাঁর অসাধারণ কণ্ঠের ক্ষমতার জন্য তাঁকে রেকর্ডকৃত কণ্ঠে সর্বকালের সর্বশ্রেষ্ঠদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি একটানা কয়েক ঘণ্টাযাবত একই তালে কাওয়ালি পরিবশেন করতে পারেন। প্রায় ৬০০ বছরের পারিবারিক কাওয়ালি ঐতিত্যের মধ্য দিয়ে বেড়ে উঠে, তিনি কাওয়ালি সঙ্গীতকে বিশ্বসঙ্গীতে পরিণত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

 

 


  • 1.6K
    Shares