English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

রোহিঙ্গা সঙ্কট সমাধানে প্রয়োজন আন্তর্জাতিক অবরোধ: কাদের


ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি:  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক কঠোর অবরোধই পারে মিয়ানমারকে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাধ্য করতে। বৃহস্পতিবার  সকালে কক্সবাজারে একটি হোটেলে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান  ও ব্যক্তির ত্রাণ গ্রহণ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন,  রোহিঙ্গাদের ফেরত পাঠাতে দ্বিপাক্ষিক নয়; মিয়ানমারের সাথে আলোচনায় বাংলাদেশ জাতিসংঘের সম্পৃক্ততা চায় । এসময় সূ  চির সামনে জলে কুমির, ডাঙ্গায় বাঘ- অবস্থা বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ২০ লাখ টাকা, চট্টগ্রাম খুলশী ক্লাবের পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে ১১ হাজার ২শত পরিবারের জন্য ত্রাণ, চট্টগাম মহল মার্কেট কর্তৃপক্ষের পক্ষ থেকে ২ হাজার পরিবারের জন্য ত্রাণ গ্রহণ করেন।

এসময়  উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক,  আওয়ামী লীগের নেতাকর্মীসহ সংশ্লিষ্টরা।

বিডিটুডেস /এস এ/ ১৩ অক্টোবর ২০১৭