English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

সাতক্ষীরা সীমান্তে ১৮ রোহিঙ্গা আটক


বিডিটুডেস ডেস্ক: সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদি সীমান্ত দিয়ে আবারো ১৮ রোহিঙ্গাকে বাংলাদেশ ভূখণ্ডে পুশ ইন করেছে বিএসএফ।

তাদেরকে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামের বাড়িতে রাখার পর ৩৮ বিজিবি হেডকোয়ার্টের পাঠানো হয়েছে। এদের মধ্যে ১০ শিশু, পাঁচ মহিলা ও তিন জন পুরুষ রয়েছেন।

তারা হলেন, রুপিয়া খাতুন, রোকেয়া খাতুন, আবু তাহের, আবদুর রহিম, রেহানা খাতুন ও  আলিমুদ্দিন। এছাড়া শিশুরা হচ্ছে শাহরুখ, আজিজুর, জিয়ারুল, জুবাইদ, সুমাইয়া, গুলশান আরা, এনায়েতুর, মাহবুব,সুফিয়া, জুবায়ের,রাশিদা ও সালমা খাতুন।

এদের নিয়ে সাতক্ষীরা সীমান্ত পথে গত তিন সপ্তাহের ব্যবধানে চারটি পৃথক ঘটনায়  ৫৭ রোহিঙ্গা সদস্যকে পুশ ইন করল বিএসএফ।

বর্ডার  গার্ড বাংলাদেশ বিজিবির হিজলদি সীমান্ত চৌকির (বিওপি) নায়েক সুবেদার ওমর ফারুক জানান, রোহিঙ্গা পুশ ইনের খবর পেয়ে তিনি ইউপি সদস্য নজরুলের বাড়িতে যান। তাদের সাথে কথা বলে জানতে পারেন যে ভারতীয় গণরাজপুর বিএসএফ ক্যাম্প সদস্যরা তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তারা তিন বছরেরও বেশি সময় ধরে ভারতে বসবাস করে আসছিলেন।

তিনি আরও জানান, পরে রোহিঙ্গাদের ৩৮ বিজিবি হেডকোয়ার্টের পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে কলারোয়ার চন্দনপুর ইউপি সদস্য মো. নজরুল ইসলাম বলেন, আমার বাড়ি থেকে ভারতীয় সীমান্তের দূরত্ব  ১০০ গজ। সকাল ৭ টার দিকে হঠাৎ করেই রোহিঙ্গারা আমার বাড়িতে উঠে পড়ে। মানবিক কারণে আমি তাদের আশ্রয় এবং খাদ্য সহায়তা দেই।

তিনি জানান, তাদেরকে ভারতের ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরুপনগর থানার গণরাজপুর বিএসএফ ক্যাম্প সদস্যরা সীমান্ত পার করে দিয়েছে।

চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, বিএসএফ সদস্যরা তাদেরকে আমার ইউনিয়নে পুশ ইন করে।

এ ব্যাপারে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ তার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই বলে দাবি করেন।

বিডিটুডেস/ এস আই/ ১৩ অক্টোবর, ২০১৭