English Version

ফুলবাড়ীতে ইসলামী ব্যাংকের “সেবা ঘর” আনুষ্ঠানিক শুভ উদ্ভোধন


মোঃ মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সেবা ঘরের আনুষ্ঠানিক শুভ উদ্ভোধন। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় শহরের একরামুল চৌধুরীর ভবনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেবাঘর উদ্ভোধন করেন ও বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান আইবিবিএল রংপুর জোন,রংপুরের মোঃ শহীদুল্লাহ। উদ্ভোধন শেষে একে এম মোজাহারুল ইসলাম শাখা প্রধান বিরামপুর এর সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন মোঃ হেদায়তুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে ব্যাংকিং সেবা বিষয়ে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ খুরশিদ আলম মতি,ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ঢাকা এর মোঃ কবির হোসেনত, ইসলামী ব্যাংক দিনাজপুর শাখার ব্যবস্থাপক মোঃ শাহাজাহান, ইসলামী ব্যাংক ধানমন্ডি শাখা ঢাকা ভাইস প্রিন্সিপাল মোঃ লাকিসিয়াম। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ মাহমুদুল আলম লিটন, বিশিষ্ট ব্যাবসায়ী ইফতি ফ্লাওয়ার মিলের সত্তাধিকারী মোস্তাক আহমেদ খোকন, বিশিষ্ট ব্যাবসায়ী শ্রী সুদর্শন পালিত।
এছাড়াও ব্যাংকের উদ্ভোধনী অনুষ্ঠানে ফুলবাড়ী পৌর শহরের বিভিন্ন ব্যাবসায়ী মহল, সুধিজন,ব্যাংক এর কর্মকর্তা কর্মচারী,স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।