English Version

শীতার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইসলামী ব্যাংকের ২৫ হাজার কম্বল প্রদান


 

বিডিটুডেস ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শীতার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২৫ হাজার কম্বল প্রদান করেছে। ৮ ডিসেম্বর ২০১৬, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট তাঁর কার্যালয়ে এ কম্বল হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম।

প্রধানমন্ত্রীর বেসরকারী খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে ইসলামী ব্যাংক উক্ত তহবিলে ২ লাখ কম্বল প্রদান করে।

 

আরডি-০৮/১২/২০১৬ইং