English Version

৪৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসছেন পামেলা অ্যান্ডারসন

 

বিনোদন ডেস্কঃ তিনি মানেই সেনসেশন। এর আগেও চারবারের জন্য গাঁটছড়া বেঁধেছিলেন ৪৮ বছরের এই অভিনেত্রী। সেই তিনি ফের বসছেন বিয়ের পিঁড়িতে।

নিজের পঞ্চম বিয়ের খবরটা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। রীতিমতো সাংবাদিক ডেকে জানিয়েছেন, ‘আমি আবার কারোর সঙ্গে থাকতে চলেছি।’

না, আর রাখঢাক না করে এবার বরং খোলসা করে বলে দেওয়াই যাক কার সম্বন্ধে এত কথা। তিনি পামেলা অ্যান্ডারসন। অগুনতি পুরুষ হৃদয়ের বুকে হিল্লোল তুলতে নামটাই যথেষ্ট।

এক বছর আগেই ডিভোর্স হয় পামেলার। সে সময় বেশ ঝড়-ঝাপটা যায় হলিউড সুন্দরীর ওপর। সেসব সামলে উঠে অবশেষে আবার নতুন সঙ্গীর সঙ্গে নতুন জীবনের পথে পামেলা অ্যান্ডারসন।

জানিয়েছেন, দুই ছেলে বড় হয়ে উঠেছে। তাদের নিজেদের জগৎ হয়েছে। তাই কিছুটা একাকিত্ব গ্রাস করছিল। সেই কারণেই ফের বিয়ের সিদ্ধান্ত। সূত্র: জি নিউজ

 

আরডি-১২/১২/২০১৬ইং

Shares