English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

কবিতা : সভ্যতার চোরাবালি


কেবা আপন কেবা পর
যুগে সবাই স্বার্থপর,
কেউ সম্পদআধিক্যের মোহে
কেউবা সম্পদহীনতার দ্রোহে।
*
ছায়ার জগতে বিচরণ
অনুকরণীয় অনুস্মরণীয় সর্বজন,
কাঁচের ঘরে বসবাস
যার চালা নেই তার দীর্ঘশ্বাস।
*
সভ্যতার চোরাবালি
অবিরত পকেট খালি,
তেল জলের দুরত্ব ঢের
পাইনা যে মাপের বেড়।
*
ছুঁতে চাই অর্থের চূঁড়া
রাতভর রঙ্গীন সুরা,
যে জনা যেমন পারে
দিয়ে পাড়া অন্যের ঘাড়ে।
*
আপনাতে আপনার
খাঁটি মিথ্যার বালাই সার,
আঘাটে নৌকার ভির
দিশেহারা সত্যের শির।
*
যুগের কেষ্টা
ঘোলা জলে মেটায় তেষ্টা,
তারপরে কি আছে রেশটা
দেখে নিও তার শেষটা

 

লেখক –

মো: শাহীন গাজী

কাছিপাড়া, বাউফল, পটুয়াখালী