English Version

বই উৎসবে উল্লসিত শিশুরা


বিডিটুডেস প্রতিবেদক :প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণলয়ের যৌথ আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বই উৎসব অনুষ্টিত হয়েছে ।এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ ১ জানুয়ারি বছরের শুরুতে সারা দেশে চার কোটি ২৬ লাখ ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দেওয়া হয়েছে  বলে জানিয়েছেন শিক্ষমন্ত্রণালয়।

বছরের প্রথমদিনে শিশুরা নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতে উঠেছে। বই উৎসব উপলক্ষে খেলার মাঠে তৈরি করা হয়েছে লাল সবুজের মঞ্চ। তার ওপর বাংলাদেশের পতাকা তলে মন্ত্রী-সচিব।

মঞ্চে আরও উপস্থিত রয়েছেন দুই মডেল মম ও ফেরদৌস। আর মঞ্চের ঠিক সামনেই অবস্থার অভিবাকসহ কোমলমতি শিশুদের। মাঠের আকাশে উড়ছে নানা রংয়ের বেলুন, শিশুদের হাতে হাতে লাল রেশমি ফিতার ওড়াউড়ি। সব মিলিয়ে খেলার মাঠ পেয়েছে উৎসবের আমেজ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণলয় আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী প্রমূখ উপস্থিত ছিলেন ।

বিডিটুডেস/জেডএ্ইচ/১জানুয়ারি’১৭