English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

ইরাকে সিরিজ বোমা হামলায় নিহত ৫৯ জন


বিডিটুডেস আন্তর্জাতিক :ইরাকের রাজধানী বাগদাদে সিরিজ হামলায় কমপক্ষে ৫৯ জন নিহত , আহত হয়েছে শতাধিক ।গতকাল সোমবার এসব হামলা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম ।

বাগদাদের সদর শহরের ব্যস্ততম একটি চত্বরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৩৯ জন নিহত হয়েছে ।এছাড়া বাগদাদের অন্য একটি স্থানে বোমা হামলায় ২০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানা যায় ।

এদিকে , এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের( আইএস) ।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি জানান, দিনমজুর খোঁজার ভান করেছিল আত্মঘাতী হামলাকারী। তার কথামতো শ্রমিকরা জড়ো হলে তারা গাড়িবোমার বিস্ফোরণ ঘটায় বলে জানান তিনি ।

গতকয়েক সপ্তাহ ধরে বাগদাদে নতুন করে হামলা শুরু হয়েছে। গত শনিবারেও বাগদাদের প্রাণকেন্দ্রে একটি হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে ।সেই হামলারও দায় স্বীকার করেছিল আইএস ।সূত্র :বিবিসি

বিডিটুডেস/জেডএ্ইচ/৩জানুয়ারি’১৭