English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা


নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও হাতছাড়া করলো বাংলাদেশ। বাকি আছে টেস্ট সিরিজ। এদিকে  প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে নতুন মুখ তাসকিন আহমেদ। প্রথমবারের মতো টেস্টের স্কোয়াডে সুযোগ পেলেন এই গতিতারকা। এছাড়াও ফিরেছেন আরেক পেসার রুবেল হোসেন। প্রথম একদিনের ম্যাচে ইনজুরির কারণে ছিটকে পড়া মুশফিক ফিরেছেন টেস্ট দলে। অধিনায়ক হিসেবেও থাকবেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

১২ই জানুয়ারী ওয়েলিংটনে শুরু হবে নিউজিল্যান্ড-বাংলাদেশের প্রথম টেস্ট। পরের টেস্ট ২০শে জানুয়ারী ক্রাইস্টচার্চে।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দলঃ মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সৌ্ম্য সরকার, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন,  কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ ও শুভাশিষ রায়।