English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

সোনমের অস্বস্তির কারণ ‘স্তন প্রতিস্থাপন’


করণ জোহরের টিভি শো ‘কফি উইথ করণ-৫’ এসে বলিউড অভিনেত্রী সোনম কাপুর এমন একটি কথা জানালেন সবাইকে, যা শুনে চমকে গেছেন গোতা বলিউড টাউন। করণের এই অনুষ্ঠানে এসে এই বলিউড ডিভা জানালেন, জনৈক এক ভক্ত তাকে নাকি তার স্তন বাড়ানোর বুদ্ধি দিয়েছিলেন।

করণ জোহর সোনমকে জিজ্ঞাসা করেন যে আজ পর্যন্ত এমন কী মন্তব্য তাকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছে। করণের এমন প্রশ্নের উত্তরে সোনম জানান, একবার তিনি একটি মন্তব্য পেয়েছিলেন, সেখানে তাকে বলা হয়েছিল তার স্তন প্রতিস্থাপন করতে।

রবিবার এই পর্বটি প্রচারিত হবে। সোনমের সঙ্গে এবারের পর্বে উপস্থিত থাকবেন সদ্য পুত্র সন্তানেন জননী কারিনা কাপুর খান। মা হওয়ার পর এই প্রথম টিভিতে আসতে যাচ্ছেন এই বলিউড অভিনেত্রী। সোনম ও কারিনা একসঙ্গে ‘ভীরে দি ওয়েডিং’ নামে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। এই কারণেই এই দুইজন এক সাথে দেখা যাবে করণের সঙ্গে কফির আড্ডায়।

১১/০১/২০১৭-ZR