English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

মেসি না আসায় আর্সার কেই আসেনি- ম্যারাডোনা


ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচন অনুষ্ঠানে মেসি না থাকায় চটেছেন কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা । তিনি বলেন, ‘আমি মেসির ওপর সত্যিই ক্ষিপ্ত। ঘরে বসে টিভি দেখে অন্যের সাথে যুদ্ধ করা যায় না। আসল লড়াইটা এখানে এসে করা যেতো।’
সুইজারল্যান্ডের জুরিখে সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে ফিফা বর্ষসেরা অ্যাওয়ার্ড নাইট। ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় শীর্ষ তিনে মনোনিত ছিলেন মেসি। কিন্তু সেরার খেতাবটা জিতে নিয়েছেন রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো।
আর ঐ অনুষ্ঠানে উপস্থিত হননি মেসি। না আসার নির্দিষ্ট কোন কারন জানা না গেলেও, বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকে গত সোমবার জানানো হয়- বুধবার কোপা ডেল’রে ম্যাচ থাকায় বার্সেলোনার কোন খেলোয়াড়ই অনুষ্ঠানে উপস্থিত হতে পারবে না।
তবে মেসির না আসাতে ক্ষেপেছেন ম্যারাডোনা। তিনি বলেন, ‘এতবড় অনুষ্ঠানে মেসি ও বার্সেলোনার খেলোয়াড়দের আসা উচিত ছিলো। আমার মনে হয় মেসির জন্যই দলের অন্যান্য সদস্যরা এখানে আসেনি। মেসির এখানে উপস্থিতি দরকার ছিলো।’
১১/০১/২০১৭-ZR