English Version

কলম্বিয়ায় ঝুলন্ত সেতু ছিঁড়ে ১১ জন নিহত

বিডিটুডেস আন্তর্জাতিক :কলম্বিয়ার প্রত্যন্ত এক এলাকায় ঝুলন্ত সেতু ছিঁড়ে শিশুসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছে ।
স্থানীয় সংবাদমাধ্যম তথ্য জানিয়েছেন ।

জানা যায় ,সেতুটি প্রায় ৮০ মিটার নিচে আছড়ে পড়ে। অতিরিক্ত ভারের কারণে এটি ছিঁড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় পর্যটকদের কাছে সেতুটি অনেক আকর্ষণীয় হওয়ায় সরকারি ছুটির দিনে এখানে অনেক লোক বেড়াতে আসতো।

এঘটনায় আরো অনেকে আহত হয়েছে।আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

বিডিটুডেস/জেডএ্ইচ/১১জানুয়ারি’১৭

Shares