English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

আক্কেলপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে শরিষা ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটির মাথা থেকে কোমর পর্যন্ত অর্ধেক শিয়াল-কুকুর খেয়ে ফেলেছে। পড়নে জিন্স প্যান্ট ও জুতা থাকায় কোমরের নিচ অংশ অক্ষত রয়েছে।
পুলিশ জানায়, আক্কেলপুর থানার শেষ সীমানায় তুলসী গঙ্গা নদীর তীরে আছরাঙ্গা নামক স্থানে এক ব্যক্তি মঙ্গলবার বিকেলে ছাগল চড়াতে গিয়ে লাশ দেখতে পান। তিনি আক্কেলপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাইসুল ইসলাম বলেন, শরিষা ক্ষেতটি ক্ষেতলাল থানাধীন হওয়ায় ক্ষেতলাল থানায় লাশটি হস্তান্ত করা হয়েছে। এখনো কোন পরিচয় পাওয়া যায়নি।