English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

নওগায় যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের সচিব এর উন্নয়ন মেলা পরিদর্শন


কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে অনুষ্ঠিত তিন দিনের উন্নয়ন মেলার শেষ দিন মেলা পরিদর্শন করেছেন যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের সচিব কাজী আখতার উদ্দীন আহম্মেদ । গতকাল রবিবার সকালে তিনি মেলা পরিদর্শন করেন।
রাণীনগর উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত গত ৯ জানুয়ারী মেলা শুরু হয় । মেলায় প্রায় ৩৩টি স্টল অংশগ্রহন করে। এতে সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরা হয় । এদিকে গতকাল রবিবার বাংলাদেশ সরকারের যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের সচিব কাজী আখতার উদ্দীন আহম্মেদ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফারুক জেমস,নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব,ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ,সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টুসহ বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন। মেলাটি (রবিবার) সন্ধ্যা নাগাদ আনুষ্ঠানিকভাবে সমাপ্তি করা হবে বলে উপজেলা প্রসাশন সুত্রে জানাগেছে ।


  • 23
    Shares