English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

কবিতা: আমি কে ?


অামি কে?
ফয়সাল হাবিব সানি

————————————————————–

মাঝরাতে প্রচণ্ড রক্তক্ষরণে অাতকে উঠি অামি!
কিন্তু শুকনো বিছানা তো শুকনোই থাকে;
তাহলে অামার রক্তের ফোঁটাগুলো কোথায় গড়িয়ে পড়ে?
বারবারই নিজেকে প্রশ্ন করে ক্ষান্ত হয়েছি অামি।

শেষমেশ বুঝেছি, অামার ভেতরই কোনো এক সত্ত্বা প্রতি রাতে রক্তক্ষরিত হয়!
তাহলে অামি কে?
অামি কি ভেতরের সেই সত্ত্বা, নাকি বাইরের কেউ!