English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

সড়ক দুর্ঘটনায় দাইরাদীর হাবিবের দাফন সম্পন্ন


আবু সিদ্দিক বাদল: আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় হাবিব (৪০) নামের পথচারী নিহত হয়েছেন। ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের বারেকের ছেলে। গোপালদী পুলিশ ফাঁড়ি ইনচার্জ আহসান উল্লাহ জানান, মঙ্গলবার রাত ৯টায় গোপালদী থেকে একটি মটরসাইকেলে চড়ে ২জন রামচন্দ্রদী আসার পথে উক্ত স্থানে পৌছালে মটর সাইকেলটি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পর বুধবার সকাল ১১টায় সে মারা যায়। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে। স্থানীয়রা মটরসাইকেলটি আটক করেছেন। বুধবার রাত সাড়ে ৮টায় জানাযা শেষে দাইরাদী গোরস্তানে দাফন করা হয়েছে। জানাযায স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু সহ নেতৃবৃন্দ অংশ নেন। হোন্ডা চালক উলুকান্দি গ্রামের মৃত জমশের আলী ছেলে ফয়সাল ছিল বলে জানা গেছে। তার সাথে ছিলেন, স্বাধীন নামের এক যুবক।

এস কে – বিডিটুডেস – ১৭/০২/২০১৭ইং