English Version

আজকের চাকরির খবর লাইভ খেলা দেখুন

প্রথবারের মতো ঢাকায় আসছেন গিটার যাদুকর ’গাথ্রি গোভান’


বিডিটুডেস বিনোদন :প্রথমবারের মতো ঢাকায় আসছেন গিটারের জাদুকর গাথ্রি গোভান।গিটারের এই যাদুকরের আসা উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘গাথ্রি ইন ঢাকা’ কনসার্ট ।

যা আগামী ২৬ ফেব্রুয়ারি, ২০১৭ মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউট, খামারবাড়ীতে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দ্য রক প্রজেক্ট বাংলাদেশ এর কারিগরি সহায়তায় লিমিটলেস এন্টারটেইনমেন্ট লি. এর প্রযোজনায় কনসার্টটি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কনসার্টে গাথ্রি গোভান এর সাথে ড্রামসে গিনো ব্যাঙ্কস এবং বেস গিটারে মোহিনী দে অংশ নেবেন।

এ ছাড়া কনসার্টে আরো পারফর্ম করবেন মানাম আহমেদ, রায়েফ আল হাসান রাফা, এরশাদ জামান, ইকবাল আসিফ জুয়েল, সামির হাফিজ, ওয়াসিয়ুন খান, আদনান আলম ও কোয়ন্টা ব্যান্ড।

এই কনসার্ট ছাড়াও গাথ্রি গোভানের কাছে থেকে সরাসরি গিটার শেখার বিশেষ সুযোগও রয়েছে। কনসার্টের পরদিন অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ গিটার সেশন ‘এক্সক্লুসিভ গিটার ক্লিনিক বাই গাথ্রি গোভান’ গুলশান শুটিং ক্লাবে আয়োজন করা হয়েছে। এই সেশনে আগ্রহীরা অংশগ্রহণ করতে পারবেন।

বিডিটুডেস/১৭ফেব্রুয়ারি’১৭